বগুড়া সংবাদ : আজকের সময়, আগামীদিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে আর্থ সামাজিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন স্কীমের আওতায় আসা উচিত। তাই নিজেদের আর্থ সামাজিক ও নিরাপত্তার জন্যই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসুন। ভবিষ্যতে সুখী ও সুন্দরভাবে সাধারণ মানুষ যেন জীবন যাপন করতে পারেন এ কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩সালে সর্বজনীন পেনশন স্কিম চালু করার ঘোষণা দেন। গত ২৯এপ্রিল সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও এদিন তিনি উপজেলার তালোড়া ইউনিয়নের দেবরাশন আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের মাঝে ১৫কেজি করে চাল ও অতিদরিদ্র ৫টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন। শেষে উপজেলা অফিসার্স ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …