বগুড়া সংবাদ : বগুড়া শহীদ খোকন পার্কে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ধন্যবাদ ও জানানো হয়েছে। জেলার সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের মুক্তচর্চার মিলনাস্থল ও ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নতুন করে নির্মাণ করায় অভিনন্দনও জানানো হয় বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে।
এক বিবৃতিতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মীরা বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন করে যে শহীদ মিনার পুনঃনির্মাণ করা হচ্ছে সে কারণে সাংস্কৃতিক কর্মীরা ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছে। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর প্রচেষ্টায় এই নির্মাণ কাজটি শুরু হলো। সাংস্কৃতিক কর্মীদের দির্ঘদিনের দাবী ছিলো। সেটি পুরন হতে চলেছে। তা যেন আধুনিক, সাংস্কৃতিক কর্মসূচি পালনের বিভিন্ন বিষয় যেন থাকে, সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সবসময় উন্মুক্ত করা থাকে। কোন বাঁধা যেন না থাকে। নারী শিশুসহ সকলের জন্য নিরাপদ পরিবেশ থাকে। কাজগুলো যেন হয় সঠিক তদারকির ভিত্তিতে হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে জাতীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনারটি নির্মাণ করা হবে।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …