সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গত ২৯এপ্রিল সোমবার দুপুরে প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলায় অংশ নিলে শরীর ও মন ভালো থাকে। তাই শুধু লেখা পড়া করে জিপিএ-৫ পেলেই হবে না মেধা ও মনন দিয়ে মান সম্মত শিক্ষা অর্জন করতে হবে। যে শিক্ষায় ভবিষ্যতে ভালো কিছু করার বা হওয়ার স্বপ্ন থাকবে। সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং ক্রেস্ট প্রদান করেন। পরে প্রধান অতিথি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গ্রন্থাগার, বঙ্গবন্ধু ও মুজিব কর্ণারের ফিতা কেটে উদ্বোধন করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Check Also

সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন 

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *