সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে ইয়াবাসহ গ্রেফতার- ২

সান্তাহারে ইয়াবাসহ গ্রেফতার- ২

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মাদকদ্রব্য আইনে  মামলায় তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে মোঃ লিটন হোসেন (২৮) ও সাহেবপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরমান হোসেন (২৬)।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জ গেইটের সামনে সান্তাহার-নওগাঁ রাস্তার উপরে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ৪৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার  ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  গ্রেফতারকৃত ওই দুইজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বগুড়া সংবাদ :  বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *