সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে ইয়াবাসহ গ্রেফতার- ২

সান্তাহারে ইয়াবাসহ গ্রেফতার- ২

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মাদকদ্রব্য আইনে  মামলায় তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে মোঃ লিটন হোসেন (২৮) ও সাহেবপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরমান হোসেন (২৬)।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জ গেইটের সামনে সান্তাহার-নওগাঁ রাস্তার উপরে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ৪৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার  ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  গ্রেফতারকৃত ওই দুইজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী পশ্চিম  বাজার এলাকায় একটি ভাংড়ি দোকানে বৈদ্যুতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *