বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় মৎস আড়ৎ বাজার এর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ২৯ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ ঢালাই কাজের উদ্বোধন করেন আড়ৎ নির্মাণকৃত জায়গার স্বত্বাধিকারী ও ব্যবসায়ী বৃন্দ। এসয় উপস্থিত ছিলেন নতুন মৎস আড়ৎ বাজার নির্মাণকৃত জায়গার স্বত্বাধিকারী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, চার তারা মৎস আড়ৎ স্বত্বাধিকারী সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, বিসমিল্লাহ মৎস আড়ৎ এর স্বত্বাধিকারী ওমর ফারুক, বাপ্পি মৎস আড়ৎ এর স্বত্বাধিকারী জয়নাল আবেদিন, একতা মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকারী রাসেল হোসাইন, ইসলামিয়া মৎস্য আড়ৎ এর শতাধিকারী তাহের আকন্দ ও জাহাঙ্গীর আলম। এ মৎস্য আড়ৎ এ পুরাতন ৪জন ও নতুন ১জন ব্যবসায়ী সহ ৫জনের সমন্বয়ে মৎস্য আড়ৎ বাজারে ব্যবসা পরিচালনা হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
