সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে নেপালতলীতে হোটেল মালিককে মারধর ও ভাঙচুর, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে সিএনজি স্ট্যান্ড এলাকায় এক হোটেল মালিকের ওপর মারধর ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গাবতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোঃ আমিরউদ্দিন প্রাং (৫০), পিতা—মৃত কোরমান আলী প্রাং, সাং—তেরপার্কী, ইউপি—নেপালতলী জানান, বুধবার (২৮ জানুয়ারি ২০২৫) সকাল আনুমানিক ১০টা ০০ মিনিটে নেপালতলী সিএনজি স্ট্যান্ডে অবস্থিত তার হোটেলে চা বানানোর সময় একই এলাকার মোঃ আরাফাত হোসেন ওরফে অরেছ (৪০), পিতা—মৃত ছাদেক আকন্দ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে মারধর করে আহত করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার হোটেলের শোকেস ভাঙচুরসহ শোকেসের ভেতরে রাখা বিভিন্ন মিষ্টান্ন ফেলে দিয়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি তাকে খুন ও গুরুতর জখমের হুমকি দিয়ে পালিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মোঃ আনিছ (৫০), পিতা—মৃত সায়েদজ্জামান, সাং—ধনঞ্জয় এবং মোঃ রুবেল (৩৫), পিতা—লোকমান, সাং—নেপালতলী দক্ষিণপাড়াসহ এলাকার আরও বেশ কয়েকজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় আসায় অভিযোগ দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে। এ বিষয়ে গাবতলী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Check Also

সান্তাহারে রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : “শীতের উষ্ণতা ছড়াতে, আসুন শীতার্তদের পাশে দাঁড়াই” এই শ্লোগান কে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *