

বগুড়া সংবাদ : বগুড়া সদরের ফাঁপোড় এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ চালানো হয়। গতকাল সকাল থেকে ফাঁপোড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল বাছেদ ও সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় ও প্রতিটি ঘরে ঘরে ব্যাপক গনসংযোগ চালায় নেতাকর্মীরা। এসময় তারা প্রতিটি ভোটারের কাছে ধানের শীষ প্রতীক ভোট চান এবং চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রতির বার্তা পৌছে দেন। নেতারা বলেন তারেক রহমান আমদের বগুড়ার সন্তান, তিনি নির্বাচিত হলে বগুড়ায় উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। এছাড়াও তিনি নির্বাচিত হলে আমরা বগুড়াবাসী আমাদের ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে পাবো। তাই আমরা সকল বগুড়াবাসী সহ আপামর জনসাধারনকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি।
শাজাহানপুরে বিএনপি নেতা এনামুলের নেতৃত্বে ধানের শীষের মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরের ধানের শীষের মিছিল প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আতাইল বাজারে বগুড়া ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এনামুল হক এনামের নেতৃত্বে গাবতলী-শাজাহানপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টন এর পক্ষে ধানের শীষ মার্কার একটি বিশাল মিছিল বের করা হয়। এসময় ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিলে এলাকার শত শত ম,ানুষ স্বতস্ফর্’তভাবে অংশ গ্রহন করে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় এনামুল হক বলেন বগুড়ার গাবতলী ও শাজাহানপুরের মাটি ধানের শীষের ঘাটি। শহীদ জিয়ার জন্মস্থানে আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করাবো ইনশাল্লাহ। আমি মা ভাই বোনদের কাছে একটি করে ভোট প্রার্থনা করছি, আপনারা মোর্শেদ মিল্টন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সেই সাথে আপনাদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন নিরঙ্কুশভাবে বিজয় লাভ করতে পারে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা