বগুড়া সংবাদ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা এবং সাধারণ ভোটারদের কাছে বিএনপির পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন।
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ডের নির্বাচনী প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
