বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে ও বিএনপি পরিবারের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মেইন রোড থেকে কালামের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা মাটি ভরাটের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী স্বপন, ফেরদৌস বিশ্বাস, শহিদুল ইসলাম বুলু, মনোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু, এলাকাবাসী রবিউল ইসলাম, ফারুক হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকায় বাসী। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিল। গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ ও স্বেচ্ছাগ্রামে এই রাস্তা নির্মাণ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
