বগুড়া সংবাদ : মঙ্গলবার (২৭ জানুয়ারি) সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা সভা ও বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই অনুষ্ঠানে সার্বিক তত্বাবধান করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রজমান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হক ও হাবিবা ইয়াছমিন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক,শিক্ষানুরাগী ও টাটা ডিজিটাল ডায়াগোনষ্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক রুহুল আমিন রঞ্জু, বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও ছাত্রীরা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
