বগুড়া সংবাদ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগী স্ত্রীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল আশেকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানিতে তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল থাকার কথা স্বীকার করে। পরে তাকে সঙ্গে নিয়ে তার নিজ বাসায় অস্ত্র উদ্ধারে গেলে, তার সহযোগী ও স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেয়।
পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে আভিযানিক দল সার্চ অপারেশন চালিয়ে দক্ষতার সাথে পিস্তলটি উদ্ধার করে। একই সঙ্গে বাসা থেকে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
