সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ফাপোঁড় ইউনিয়ন বিএনপি’র প্রয়াত সহ সভাপতি রুহুল আমিন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও ফাঁপোর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মরহুম রুহুল আমিন এর আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ বাছির আহমেদ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এ্যাড. সৈয়দ জহুরুল আলম এবং প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সহ প্রচার সম্পাদক জনাব আতাউর রহমান মিঠু । আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ফাপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রায়হান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্র পুনরুদ্ধার সারা জীবন সংগ্রাম করছেন। এজন্য তিনি কারাবরণ করেছেন এবং কখনও পিছুপা হননি। সেজন্য দেশবাসীকে তাঁর রুহের মাগফেরাত কামনা করার জন্য আহ্বান জানান। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল বাছেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক এ্যাডঃ মো. কামাল হোসেন।
এ সময় ফাঁপোর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

Check Also

শিবগঞ্জে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল উপহার

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে মানবিক সংগঠন রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন-এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *