বগুড়া সংবাদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বগুড়া শহরের মহিলা মার্কেটের ৫ম তলায় অবস্থিত টিএমএসএস কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়নসহ দলীয় নেতাকর্মীরা।
সভায় তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় কার্যক্রম জোরদার, সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
