বগুড়া সংবাদ : ”দুর্যোগ প্রস্তÍতি লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি
দিবস/২০২৪ইং উপলক্ষে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু মুছা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মো. মোকলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল জব্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক,
ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন।
Check Also
কাহালুতে পশ্চিম জেলা ওলামাা মাশায়েখ পরিষদ এর উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ: শনিবার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে বগুড়া পশ্চিম জেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে …