বগুড়া সংবাদ : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মাট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১০মার্চ রোববার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাস মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, উপজেলা তথ্য আপা রুহানী আকতার, দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কহির উদ্দিন দেওয়ান প্রমুখ। আলোচনা সভা শেষে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নেতৃত্ব দেন দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার সোহেল রানা, মামুন মিয়া, জিহাদ ইসলাম, আকরামুল ইসলাম। মহড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গৃহিনী সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এ মহড়ায় অংশ গ্রহণ করে দুর্যোগ মোকাবেলার কৌশল শেখানো হয়।
Check Also
বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ সৈকতের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার …