সর্বশেষ সংবাদ ::

স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ইউএনও’র সোনাতলায় দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিবে ১,১৯১ জন শিক্ষার্থী

বগুড়া সংবাদ : সোনাতলায় ২০২৫ সালের আসন্ন এইচএসসি পরীক্ষায় দুটি কেন্দ্রে মোট একহাজার একশ’একানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামী ২৬ জুন বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় সোনাতলা মহিলা ডিগ্রি কলেজের ২৩৩ জন, মহেশপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৭ জন, বালুয়াহাট ডিগ্রি কলেজের ৭৭ জন,ডক্টর এনামুল হক ডিগ্রি কলেজের ১৪৯ জন ও সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৮ জন অর্থাৎ মোট ৬৮৪ জন পরীক্ষার্থী সরকারি নাজির আখতার কলেজ কেন্দ্রে পরীক্ষা দিবে। আর সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের ৫০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে সোনাতলা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দেয়ার সকল প্রস্তুতি নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক জানান এইচএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তি-শৃঙ্খলা পরিবেশে নেয়া হবে। সেইসাথে সকল পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেবার পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।

Check Also

ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় রাসেল মাহমুদ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *