
বগুড়া সংবাদ : সোমবার সকালে বগুড়ার কাহালু সিদ্দিকীয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা মাঠে বাংলাদেশ স্কাউট্স প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা স্কাউট্স এর আয়োজনে দিনব্যাপী কাব কার্নিভাল এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাব কার্নিভাল এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট্স কাহালু উপজেলা কমিশনার রফিকুল ইসলাম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট্স কাহালু উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
বাংলাদেশ স্কাউট্স কাহালু উপজেলা কাব লিডার আব্দুল করিম খান এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার ছাকমান আলী, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বাংলাদেশ স্কাউট্স কাহালু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহুরুল আলম, ওয়াহিদুর রহমান, বাংলাদেশ স্কাউট্স কাহালু উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মকবুল আহমেদ প্রমূখ। উক্ত কাব কার্নিভালে ৩৮টি স্কুলের স্কাউট্স এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।