সর্বশেষ সংবাদ ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে… বগুড়া-৩ আসনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে ; জামায়াতের একক প্রার্থী ঘোষনা

বগুড়া সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে জামায়াতের একক প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির গ্রুপিং এর কারনে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। সম্ভাব্য এসব প্রার্থীরা আলাদা আলাদা ভাবে গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করে প্রার্থীতা জানান দিচ্ছেন। পাশাপাশি ভোটারদের দোয়াও চাচ্ছেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনায় নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির মাঝামাঝি ঘোষণার পর বগুড়া-৩ আসনের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। বিএনপির দূর্গ হিসেবে পরিচিত এই আসনে জামায়াতের সম্ভাব্য একক প্রার্থী দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরের নাম ঘোষণা করা হলেও বিএনপির সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে নির্বাচনী প্রচারণায় রয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি শহর বিএনপির সভাপতি সাবেক ছাত্রদল নেতা হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও  সাবেক পৌর চেয়ারম্যান ফিরোজ মো. কামরুল হাসান, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও তিন বারের সাবেক সফল মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি বিএনপি নেতা এড. আতাউর রহমান খান মুক্তা ও জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ উদ্দীন আহমেদ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক শাহজাহান আলী তালুকদার। সম্ভাব্য প্রার্থীরা পৃথক পৃথক ভাবে কর্মী সভা, সমাবেশসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছে।
এ বিষয়ে জামায়াতের একমাত্র সম্ভাব্য প্রার্থী ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য মিল-কারখানা স্থাপন করে বেকার সমস্যা দূর করবেন। এ বিষয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থী এড. হামিদুল হক চৌধুরী হিরু বলেন, তিনি ছাত্র রাজনীতি থেকে দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার মানুষের জন্য কাজ করছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত বিএনপির সকল নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মিথ্যা মামলা মোকাবেলা করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, তিনি দীর্ঘ দিন থেকে পৌর এলাকার মানুষের জন্য কাজ করছেন। এবার বিএনপি থেকে তিনি দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হলে আদমদীঘি -দুপচাঁচিয়াবাসীর উন্নয়ন ও সান্তাহার ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন স্টেশনের উন্নয়নে কাজ করবো, সান্তাহার ২০ শয্যা হাসপাতাল চালুসহ মৌলিক চাহিদা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ঘুস-দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিবেন। তরুণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *