
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে আয়োজনটি করা হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির ইউপিসি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও এইউপিসি শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, ইউনিয়ন যুব কমিটির সভাপতি জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পি, সঙ্গীত শিল্পী সাগর আলী প্রমুখ।
আলোচনা শেষ বিভিন্ন ধরনের খেলা ধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সেরা স্বেচ্ছাব্রতী শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শককে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। এরপর ওই মঞ্চেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে গান, নাচ, নাটক, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করা হয়।