বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
আজ শনিবার ২১ জুন দুপুর দেড়টার দিকে উপজেলার চকলকমান উত্তরপাড়া বেজোড়া ব্রিজের একটু দূরে নদী থেকে স্থানীয়দের সংবাদে লাশটি উদ্ধার করে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি পচে ফুলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। এ ছাড়া বয়সও অনুমান করা কষ্টকর। তবে মনে হচ্ছে বয়স ২০-২৫ বছর হবে। ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছেন, মৃত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
