সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জাসদ নেতা লুৎফর রহমান সরকার ইন্তেকাল:জানাযায় অসংখ্য জনতার উপস্থিতি

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতা ও উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে সবার সুপরিচিত ব্যক্তি ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার (৭২) গত বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্ন…রাজেউন)। তিনি ১ মেয়ে,৩ ছেলে,২ স্ত্রী,৩ভাই ও ২ বোন-সহ অসংখ্য আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সোনাতলায় শোকের ছায়া নেমে পড়ে। শুক্রবার ২০ জুন বাদ জুমা তাকে প্রথমে স্থানীয় মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ও থানার ওসি মিলাদুন নবী-সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। পরে সামাজিক ভাবে মরহুমের নামাজের জানাযা অনুুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আব্দুল্লাহ-ইবনে-মুজিব। এর আগে বক্তব্য দেন মধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম,ইউপির সাবেক মেম্বর নজরুল ইসলাম বাবলু,রেজাউল করিম ও গোলাম কিবরিয়া মোস্তফা সরকার। উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল (অবঃ) জিল্লুর রহমান,মহেশপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছাইদুর রহমান,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ অপু,জাসদ নেতা মুকুল আল-ইমরান,জবাদুর রহমান মাস্টার,মিজানুর রহমান,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, বীর মুক্তিযোদ্ধা সাহাজুল গাজী টুকু ও মছু মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধা। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। উপস্থিত সকলে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম লুৎফর রহমান সরকারকে শেষ বারের মতো দেখার জন্য তার বাড়িতে অসংখ্য জনতার ভীড় জমে। উল্লেখ্য, তিনি বিগত কয়েক বছর পূর্বে সোনাতলা-সারিয়াকান্দি (বগুড়া-১) আসন থেকে মশাল প্রতীক নিয়ে এমপি পদে নির্বাচন করেছেন।

 

 

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *