সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম সেনাবাহিনীর অভিযানে আটক

বগুড়া সংবাদ : বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে সিয়াম হোসেন (২২) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার  (২০ জুন) রাত ১১টার দিকে সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

আটক সিয়াম হোসেন সেউজগাড়ী রেল কলোনি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

অভিযানের সময় সিয়াম পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা তাঁকে ঘিরে ফেলে। পরে কৌশলী পদক্ষেপে তাঁকে আটক করা হয়।

অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী। এলাকায় সে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।’

গ্রেপ্তারের পর সিয়ামকে বগুড়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ ধরনের তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *