সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া উপজেলা কিশোর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর আয়োজনে ১৯জুন বৃহস্পতিবার বিকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুপচাঁচিয়া উপজেলা কিশোর(অনুর্ধ্ব-১৪) ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক মাহমুদুল হক শিপনের পরিচালনায় এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথি, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থার ব্যবস্থাপক (ক্রয় ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) আশরাফুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, আব্দুস সবুর খন্দকার রাকিব, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, সাবেক যুবদল নেতা সেলিম শাহ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাইম কবিরাজ, যুগ্ম আহবায়ক রিয়াদ সরদার, যুবদল নেতা মোখলেছার রহমান বাবু, রাবু খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, নাছরিন সুলতানা। উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া পৌরসভা ও চামরুল ইউনিয়ন অংশগ্রহণ করে। টুর্ণামেন্টে ৬টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন আলম হোসেন। তাকে সহযোগিতা করেন আরিফ মন্ডল, আয়নাল হক ও সাজ্জাদ হোসেন। ধারাভাষ্য প্রদান করেন শ্রাবণ আহম্মেদ মজনু। টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতায় দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর সদস্যবৃন্দ।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *