সর্বশেষ সংবাদ ::

কাহালুতে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার কাহালু উপজেলার অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)- এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বনানী বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো.শামসুদ্দীন ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল পার্টনার প্রোগ্রাম সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ, বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো.এখলাছ হোসেন সরকার।
স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মীর কাসেম আলীর সঞ্চালনায় পার্টনার কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর হাসান, পিএফএস সদস্য জিহাদ হোসেন, মেকদাদ হোসেন, কাওছার পারভীন প্রমূখ।
পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মৎস্য অফিসার নুর নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সহ উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, পিএফএস সদস্যবৃন্দ ও কৃষক কৃষানীবৃন্দ।

 

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *