সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বগুড়া জেলা প্রশাসক এর বিভিন্ন অফিস পরিদর্শন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা গত ১৯জুন বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়ায় বিভিন্ন অফিস পরিদর্শন, উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন এর সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন। এদিন তিনি দুপচাঁচিয়া পৌরসভা, ডিজিটাল সেন্টার, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ২৭টি অসহায় ও ৩টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩০বান্ডিল ঢেউটিন ও ৯০হাজার টাকার চেক, সমাজসেবা অফিসের পক্ষ হতে ২৬জনের মাঝে ৭লাখ টাকার ক্ষুদ্র ঋণ, কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ কৃষকদের মাঝে ১হাজার ৫০টি নারিকেল গাছের চারা, গ্রাম পুলিশদের মাঝে পোশাক-ছাতা বিতরণ করেছেন। অপরদিকে একইদিন বিকালে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার, অত্র ইউনিয়নের ২টি রাস্তার কাজ ও শহীদ মিনার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশার(ভূমি) লিজা আক্তার বিথি, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *