
বগুড়া সংবাদ : ‘শিখি কম্পিউটার, গড়ি যুগোপযোগী ক্যারিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে দুপচাঁচিয়ায় আরএ কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ১৮জুন বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা আরএ কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী রাজু আহম্মেদের সভাপতিত্বে ও শিক্ষক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, প্রভাষক রফিকুল ইসলাম সেজু, দুপচাঁচিয়া অনলাইনের স্বত্বাধিকারী হারুনুর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারীর বাবা মেহেদুল ইসলাম ভুট্টু, খালু রেজাউল করিম প্রমুখ। ট্রেনিং সেন্টার উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী ১’শ ৫০জন শিক্ষার্থীদের বিনামূল্যে ট্রেনিং করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।