সর্বশেষ সংবাদ ::

মাওলানা তায়েব আলীর জানাযায় লাখো মানুষের ঢল: দাফন সম্পন্ন

বগুড়া সংবাদ : বগুড়ার ইসলামি আন্দোলনের অন্যতম নেতা আলেমে দ্বীন ও জননন্দিত জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টায় মালঞ্চা হাইস্কুল মাঠে নামাজে জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। মরহুম তায়েব আলীর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। জানাযায় আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক, বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী মোশারফ হোসেন, অঞ্চল সদস্য অধ্যাপক আব্দুর রহীম, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা শাহীনুর আলম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, মরহুমের সন্তান দাউদ হোসেন, জামাতা মতিউর রহমান প্রমুখ। তিনি কাহালু উপজেলার তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমির হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
জানাজার নামাজ পূর্বে মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, মাওলানা তায়েব আলী ছিলেন একজন ত্যাগী রাজনীতিক, আলেমে দ্বীন এবং ইসলামী আন্দোলনের অবিচল সৈনিক। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সারাজীবন কুরআনের আইন সমাজে প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। আমরাও করবো ইনশাআল্লাহ।
বক্তব্য শেষে তিনি জানাজার নামাজে ইমামতি করেন। জানাজায় স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামা ও মরহুমের শুভানুধ্যায়ীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। মরহুমের দাফন সম্পন্ন হয় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *