সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে সেনাবাহিনীর অভিযানে হেরোইনসহ তিন নারী-পুরুষ গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার  সান্তাহারে সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিন নারী-পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত ৮ টার দিকে সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন মুস্তাসিন জানান, সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় চিহ্নত মাদক ব্যবসায়ী হযরত আলী খাঁনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর টিমের উপস্থিতি টের পেয়ে মূল আসামি হযরত আলী দৌঁড় পালিয়ে গেলেও সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় একজন নারী ও দুইজন পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের তল্লাশী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া সদরের নামাজ ঘর ট্রাক স্ট্যান্ড এলাকার রাজু শেখের স্ত্রী রুবি বেগম (৫০), সান্তাহার নতুন বাজার এলাকার হযরত আলী খানের ছেলে শাকিল (২২) ও একই এলাকার আশরাফুল ইসলাম সেন্টুর ছেলে আমির হামজা (২৫)। অভিযানে থাকা সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, গ্রেপ্তার তিন মাদক কারবারির মধ্যে রুবি বেগমের নামে বিভিন্ন থানায় আটটি এবং শাকিলের নামে তিনটি মামলা রয়েছে।

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *