
বগুড়া সংবাদ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপর্যস্ত বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে বের করে এনে শহীদ জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার সততা ও নিষ্ঠাবান নেতৃত্বেই একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা থেকে দেশে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনিই স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন।
শনিবার (৩১ মে) বিকেলে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও দেশপ্রেমিক মানুষের অনুপ্রেরণা জোগায়। আধুনিক বাংলাদেশের স্থপতির নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাত ধরেই মাত্র চার বছরেরও কম সময়ে স্বাধীনতা পরবর্তী বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন হয়েছে। সম্প্রসারিত হয়েছে আধুনিক কৃষি ব্যবস্থা। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে স্বাধীনতা পদকসহ সব ধরনের পদক ও বিদেশে শ্রমবাজার চালু, গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল শহীদ জিয়ার হাত ধরেই। দেশ পুনর্গঠনে তার অবদান অপরিসীম।
ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম একদলীয় শাসন ব্যবস্থার সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এই সংস্কার দিয়ে বিএনপি তার যাত্রা শুরু করেছিল। সংস্কারে কথা আজকে যখন কেই বলে তখন মনে রাখতে হবে বিএনপির কাছ থেকে আপনাকে সংস্কার শিখতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ঘোষণা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ রয়েছে তাদের সকলের মতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেল এর আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সলর ড. মোহাঃ হাছানাত আলী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আগজর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাঈন, নাজমা আকতার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা কৃষক নেতা ইঞ্চিনিয়ার সাইফুল ইসলাম, এনামুল হক সুমন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।