সর্বশেষ সংবাদ ::

ধুনটে ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩১ মে) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে গোলাম মোস্তফা বাদশা (৪৩), মৃত তোজাম্মেল আলীর ছেলে আলমগীর হোসেন (৩০) ও অলোয়া গ্রামের মৃত সিরাজ শেখের ছেলে আলহাজ¦ শেখ (৩৫)।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মথুরাপুর এলাকায় কয়েক মাদককারবারি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *