
বগুড়া সংবাদ : তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দিবসটি উপলক্ষে বগুড়া জেলার এনজিও সমূহের আয়োজনে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তামাকের কুফল নিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যিনি ধূমপান করেন তিনি নিজে ক্ষতিগ্রস্ত হন, পাশাপাশি অন্যকেও ক্ষতিগ্রস্ত করেন। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলো নানা রকম চটকদার প্যাকেট, ফ্লেভার এবং বিজ্ঞাপনী কৌশল ব্যবহার করছে। তামাক সেবনের কারণে তামাকজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দেশে বছরে মারা যায় ১ লাখ ৬১ হাজার। পঙ্গুত্ব বরণ করে প্রায় চার লাখ মানুষ। এছাড়া হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক, শ্বাসতন্ত্রের জটিলতা, অ্যাজমা, ডায়াবেটিস সহ আরো দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। তামাক ব্যবহারজনিত মৃত্যু এবং অসুস্থতা এসডিজির তৃতীয় লক্ষ্যমাত্রা সুস্বাস্থ্য অর্জনের একটি বড় বাধা। সমাজকে তামাকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
মানববন্ধন শেষে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাত, স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, পেসড-এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন, এসটিআর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু বক্কর, এস ও এস শিশু পল্লীর প্রোগ্রাম অফিসার, জি বি এস এর প্রতিনিধি সিদ্দিক, বি ডি এস এর নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান, ভেঞ্চারের নির্বাহী পরিচালক ফৌজিয়া, আশার আলো ফাউন্ডেশনের প্রতিনিধি আজিম হায়দার সহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।