রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন দ্বি-তল বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সারা দেশে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প ২য় পর্যায়ে প্রায় এক কোটি ১০লাখ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ করা হবে। ইতি মধ্যে নির্মাণকারি প্রতিষ্ঠান মেসার্স এম.আর ট্রেডার্স পশ্চিম বালুভরা রাণীনগরকে কার্য আদেশ দেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার রফিকুল ইসলাম বিশ্বাস, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমূখ।
এর আগে তিনি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলো ভূমি বিষয়ক বিশেষ শুনানী, রাণীনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

Check Also

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar Sanayi kumar yoğun bir şekilde gelişmekte. 7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *