
বগুড়া সংবাদ : সারা দেশের ন্যায় আজ চতুর্থ দিনের মতো তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ২৬ মে থেকে আজ ২৯ মে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের এন্ট্রি গ্রেড ১১তম নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিশ্চিত করা। তবে এ উপজেলায় শিক্ষকরা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন। ইতোমধ্যে কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক শামীম উদ্দিন বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা চাই, দ্রæত ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন করা হোক এবং সহকারী প্রধান শিক্ষক পদটি বাতিল করা হোক ।