
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় গত বুধবার উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ইউএনও স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ,থানার ওসি মিলাদুন নবী,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,খাদ্য নিয়ন্ত্রক শাহ্ মোঃ শাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সালেহ মোঃ নূহ, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল,প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আকরামুল হক,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা বেগম ও ডা.শরিফা নুসরাত।