সর্বশেষ সংবাদ ::

কাহালুতে লাইট হাউজ-এর আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ

বগুড়া সংবাদ :  বৃহস্পতিবার দিনব্যাপী বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিস সভাকক্ষে লাইট হাউজ-এর আয়োজনে “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
তিনি উক্ত কৃষক প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করে তিনি বলেন দেশের কৃষি অফিস সমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষকদের সহযোগিতা ও সহায়তা প্রদান করে আসছে। যে কোন প্রয়োজনে কাহালু উপজেলা কৃষি অফিসের দরজা সার্বক্ষনিক খোলা থাকবে। অত্র প্রকল্পের ব্যাপারেও বলেন যে কোন সহযোগিতা ও পরামর্শে কৃষি অফিস উন্মুক্ত। কৃষিকে তথ্য ভিত্তিক আধুনিকায়নের লক্ষ্যে লাইট হাউজ যে কর্মসূচী বগুড়ার কাহালু উপজেলায় ও নাটোরের সিংড়া উপজেলায় বাস্তবায়ন করছে তা সাধুবাদ পাওয়ার যোগ্য।
কৃষক প্রশিক্ষণ কোর্সটি ফ্যাসেলিটেট ছিলেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মেহনাজ পারভীন। সার্বিক সহায়তা প্রদান করেন প্রশিক্ষণ সহায়ক রাশেদুল হাসান। প্রকল্পের সফল চাষী এ্যাপ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রধান মো. মনিরুল ইসলাম। নারী সহিংসতা ও আইনি সহায়তা সম্পর্কিত সেশন প্রদান করেন প্রকল্পের কল সেন্টার ম্যানেজার সালমা খাতুন।
ক্যাপসনঃ বৃহস্পতিবার দিনব্যাপী বগুড়ার কাহালুতে লাইট হাউজ-এর আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *