
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ কোটি ৫১ লক্ষ ১৫ হাজার ৭০৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। উন্মুক্ত এই বাজেটে রাজস্ব খাতে ১৬ লক্ষ ৬১ হাজার আর উন্নয়ন অনুদান খাতে ২ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৭০৭ টাকার ওয়ার্ড ভিত্তিক সভা অন্তে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
উন্মুক্ত বাজেটের আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান রবিন, হিসাব সহকারী কাম কম্পিউটার কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, সাইদুর রহমান, লুৎফর রহমান নান্দু, শাহিন হোসেন, সমাজ খান, নারী ইউপি সদস্য তাসমেরী খামন পিংকি, মোমেনা খাতুন স্বপ্না প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । উন্মুক্ত এ বাজেটে আগামী দিনের ইউনিয়নের নারীর ক্ষমতায়ন, ভৌত অবকাঠামোর উন্নয়নের দিকে নজর রাখা হয়েছে বলে ইউপির প্যানেল চেয়ারম্যান জানান।