সোনাতলায় দুই আসামীর রিমান্ড শেষে আদালতে প্রেরণ

 

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম বুলুর সোনাতলাস্থ বাসভবনে গত ৫ আগস্টে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এই নেতার ছেলে শামীম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় অন্যান্য আসামীর মধ্যে কাবিলপুর গ্রামের মেহেরুল ইসলাম (৩০) ও পাভেল মিয়া (২৫)। পুলিশ গত প্রায় চার মাস পূর্বে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পুলিশ এই দুই আসামীর তিনদিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞআদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। থানায় দুইদিনের রিমান্ড শেষে বুধবার ২৮মে দুই আসামীকে বগুড়া আদালতে প্রেরণ করে বলে থানার এসআই শিমুল কুমার দাস নিশ্চিত করেন।

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *