
বগুড়া সংবাদ ::বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক’র সভাপতিত্বে বুধবার, বেলা ১২টায় উপজেলা পরিষদের কক্ষে এ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা.শারমিন কবিরাজ,থানার ওসি মিলাদুন নবী,উপজেলা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান তালুকদার,প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান লাকী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম,মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক,খাদ্য নিয়ন্ত্রক শাহ্ মোঃ শাহেদুর রহমান, যুব উন্নয়ন অফিসার শাহ জামাল,মৎস্য সম্প্রসারণ অফিসার রোকসানা বেগম, সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল,দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম ও মধুপুর ইউপি চেয়াম্যান আব্দুল আলিম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসের ডা.শরিফা নুসরাত,উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ নূহ,জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার জাহানারা খাতুন,্উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাহেদুল ইসলাম,আনসার ভিডিপি অফিসার মরিয়ম বেগম,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হক,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু ও বর্তমান সভাপতি শহিদুল ইসলাম-সহ অনেকে।