সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আন্ত: মেডিকেল কলেজ সাংস্কৃতিক উৎসবের সমাপনী

বগুড়া সংবাদ : আন্ত: মেডিকেল কলেজ সাংস্কৃতিক উৎসবের (দ্বিতীয় পর্যায়ের বাছাই পর্ব) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে। ৬টি মেডিকেল কলেজের শিক্ষার্থীগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মেডিকেল কলেজগুলি যথাক্রমে: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজ, আমি মেডিকেল কলেজ বগুড়া, আর্মি মেডিকেল কলেজ রংপুর, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ। এই উৎসবের উদ্দেশ্য হচ্ছে উক্ত মেডিকেল কলেজগুলির মধ্যে সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করা। ২দিনব্যাপী এই প্রোগ্রামে বিষয়গুলো হলো বিতর্ক, সংগীত (লোক গীতি), সংগীত (নজরুল সঙ্গীত), সংগীত (রবীন্দ্র সংগীত), সংগীত (আধুনিক গান), সংগীত (দেশের গান), হামদ ও নাত এবং উপস্থিত বক্তৃতা। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরডিএ বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম অলি উল্যা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্ণেল ডাঃ মোঃ মহসীন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঢাকা উপ-পরিচালক (শৃঙ্খলা) ডা: মো: আব্দুল কাদের,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঢাকা সহকারী পরিচালক মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ বগুড়ার আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আজফারুল হাবিব রোজ, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন,আর্মি মেডিকেল কলেজ বগুড়ার প্রফেসর ডাঃ মোসাম্মাৎ ফারজানা বেগম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কালেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: নুরুল ইসলাম, উপপিরিচালক মো: আব্দুল ওয়াদু ডাঃ মোঃ মতিউর রহমান। এছাড়াও বগুড়া জেলার সম্মনিত চিকিৎসকবৃন্দ, ৬ টি মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ওয়াদুদুল হক তরফদার। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন ডাঃ মোঃ আব্দুল ওয়াহেদ ও ডা: মুনিরা মাহনাজ।

 

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *