সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় এক বিকাশ কর্মীকে সশস্ত্র ছিনতাইকারীদের হাতে আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম সোহরাব হোসেন (৩২)। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন বিকাশ বিতরণ কর্মকর্তা। সোহরাব হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোহরাব হোসেন বলেন, সকালে তিনি জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামের একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে হাজীপুরে যাচ্ছিলেন। পথে শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি রাস্তায় পড়ে গেলে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় কয়েকজন লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন হলেন রাসেল মাহমুদ, আরেকজন মানিক দাস। তাঁরা জানান, ঘটনার পর ছিনতাইকারীরা দ্রæতগতিতে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রæত গ্রেপ্তার করতে পারব।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *