ধুনটে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে হত্যার হুমকি দিয়ে ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। রবিবার এঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাযায়, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে ধুনট উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তার তফসিলভুক্ত পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ফড়িংহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে চাঁন মিয়া, লাল মিয়া, মৃত আলতাব হোসেনের ছেলে আল-আমিন হোসেন ও মৃত আলেপের ছেলে শফিকুল ইসলাম ওই জমির ধান কর্তানে বাধা দেয়। এতে নিষেধ করলে প্রতিপক্ষরা রবিউল ইসলামকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্ব জমি দখলের চেষ্টা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা চলে যায়। এঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

 

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *