
বগুড়া সংবাদ : রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশু সামিয়ার মৃত্যু হয়েছে। সামিয়া আড়োলা সাকিদার পাড়া গ্রামের সাইদুল ইসলামের শিশু কন্যা। জানা যায় তার মা মারিয়া খাতুন তাকে ঘরে রেখে বাইরে কাপড় ধৌত করছিল। শিশু সামিয়া খেলতে খেলতে তার একটি খেলনা ঘরে রাখা পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। সে খেলনাটি তুলতে গেয়ে পানি ভর্তি বালতির মধ্যে উপুর হয়ে পড়ে যায়। তার মা তাকে দেখতে না পেয়ে কাপড় ধৌত করা বন্ধ করে এসে দেখেন সে বালতির মধ্যে উপুর হয়ে পড়ে আছে। তাকে বালতি থেকে তুলে দেখেন সে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।