
বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব সমাবেশ শনিবার রাতে শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটার অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নামিরুল হক জর্জিস, দেলোয়ার হোসেন সাঈদী, আবু সুফিয়ান পলাশ, মাওলানা আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম ভান্ডারী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যুব সমাজের লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যুবকরা ইসলামী মূল্যবোধকে বুকে নিয়ে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে অবশ্যই কুরআন সমাজে প্রতিষ্ঠিত হবে।
ক্যাপশন:
শনিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটার অধ্যাপক আ স ম আব্দুল মালেক।