সোনাতলায় পৃথক মামলার তিন আসামী গ্রেফতার

 

বগুড়া সংবাদ : সোনাতলা থানার এসআই শাহ আলম ও এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার রাতে অভিযান চালিয়ে লাঞ্চিত ও রাজনৈতিক মামলায় অভিযুক্ত তিনজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরদিন তাদেরকে প্রেরণ করা হয়েছে জেলহাজতে। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী বাজারের মৃত দবির উদ্দিন মন্ডলের ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান মিঠু (৫১),দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত মোজাহার আলী আকন্দের ছেলে মশিউর রহমান সেলিম (৩৬) ও মহিচরণ এলাকার আব্দুল আলিমের ছেলে লালন মিয়া (৩৬)। তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা রয়েছে। থানার ওসি মিলাদুন নবী উল্লেখিত ৩ আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

Check Also

বগুড়ার ফুলবাড়ী ও বৃন্দাবনপাড়ায় সোহেলের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *