বগুড়ায় পিতা-পুত্রের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

 

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে পিতা-পুত্রের বিরুদ্ধে স্কুল অব দা হলি কুরআন নামের এক শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

এঘটনায় বুধবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া গ্রামের জনৈক ফজলুল হকের মেয়ে কলোনিস্থ স্কুল অব দা হলি কুরআন নামের এক শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার আবুল হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২০)। এতে রাজি না হওয়ায় রিয়াদ ওই মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। বিষয়টি মেয়ে তার বাবাকে জানালে বাবা ওই ছেলেকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে রিয়াদ। এমতাবস্থায় গত মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ওই মেয়ে স্কুলে যাওয়ার উদ্যেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়িতে না পৌছিলে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া না। পরে মেয়েটির বাবা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন যে, মেয়েটি চকলোকমান গ্রামস্থ পাকা রাস্তার উপর দিয়ে হেটে যাওয়ার সময় রিয়াদ তার বন্ধুদের সহযোগীতায় মাইক্রোবাসযোগে মেয়েটিকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় আজ বুধবার বিকেলে মেয়েটির বাবা ফজলুল হক বাদি হয়ে রিয়াদ ও তার বাবা আবুল হোসেনসহ ৫জনকে বিবাদী করে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, অভিযোগ হয়েছে। মেয়েটিকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

 

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *