সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় গর্ভবতী মা’দের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : নওগাঁর পত্নীতলায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধিতে গর্ভবতী মা’দের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হ‌েয়েছে।

মঙ্গলবার উপজেলা  মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধকল্পে এবং এস‌ডি‌জি (এসডিসি) লহ্মমাত্রা অর্জনে পত্নীতলার কৃষ্ণপুর ইউনিয়ন আরডিতে গর্ভবতী মা’দের নিয়ে উক্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা এর সভপ‌তিত্বে এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পঃপঃপঃ এনামুল ইসলাম ও পঃকঃপঃ মুক্তা পারভীন সহ পঃকঃ সহকারীগন। উঠান বৈঠক শেষে প্রত্যেক গর্ভবতী মাকে স্বাস্থ্য সেবা (চেকআপ) প্রদান এবং নরমাল ডেলিভারি ও প্রসব পরবর্তী পঃপঃ পদ্ধতি বিষয়ে কাউন্সিলিং করা হয়।

Check Also

একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। -রুহুল কবির রিজভী

বগুড়া সংবাদ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, , স্বৈরাচার খুনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *