
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে হলরুমে প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহরুখ খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌরসভার নিবার্হী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন। দোয়া করেন শিক্ষক মোশারফ হোসেন। এবার অত্র বিদ্যালয় হতে ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।