সর্বশেষ সংবাদ ::

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  মঙ্গলবার সকাল ১১টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার শাহরিয়ার ছিদ্দিক, উপজেলা হিসাব রক্ষণ অফিসার আব্দুল্লাহেল কাফী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাঞ্জিমা আখতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রঞ্জু, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, কাহালু সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মোমিন, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ঘটু, নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, কাহালু সদর ইউ পির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম ঠান্ডু, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলম শেখ, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *