সর্বশেষ সংবাদ ::

ন্যাশনাল ক্রিকেটে আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়া জেলা দলকে জেলা প্রশাসকের সংবর্ধনা

বগুড়া সংবাদ :বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত হওয়ায় বগুড়া জেলা ক্রিকেট দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন। জেলা প্রশাসক হোসনা আফরোজা আজ (রবিবার) দুপুরে তাঁর কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করেন। এসময় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, জেলা ক্রিকেট দলের কোচ রিফাত হাসান, সহকারি কোচ রাশেদসহ জেলা দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানান এবং সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, শুক্রবার মাদারীপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী বাগেরহাট জেলা দলকে এক উইকেটে হারিয়ে বগুড়া জেলা ক্রিকেট দল আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে বগুড়া জেলা অনুর্ধ্ব-১৪ ও ১৬ ক্রিকেট দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

Check Also

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সুষ্ঠু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *