
বগুড়া সংবাদ : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার এর উদ্যোগে আজ ২২ মার্চ, ২৫ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বগুড়ার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি বলেন, ফ্যাসিস্ট, খুনি আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগের তুলনা চলে জার্মান নাৎসি বাহিনীর সাথে। জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছে। সরকারকে সেটা বাস্তবায়ন করতে হবে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন খন্দকার মিদুল হোসাইন, এডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, শওকত ইমরান, শাহরিয়ার জুহিন, মাহমুদুল হাসান, মতিউর রহমান পিটু, নূর বিন নিজাম, জোবায়ের আহমেদ, মোস্তফা রাব্বি প্রমূখ।